শিরোনাম

দিনাজপুর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় দিনাজপুরে রাজনৈতিক মহলসহ জনসাধারণের মাঝে উৎসব-মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণার পর জেলার জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন,বিপনী বিতান,রেস্টুরেন্ট,খাবার হোটেল ও চায়ের দোকান সহ সর্বত্তই সকল শ্রেণি-পেশার মানুষ নির্বাচনের বিভিন্ন জল্পনা-কল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজের সবাই তফশিল ঘোষণাকে অভিনন্দন জানিয়ে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী ঘোষিত তফশিলকে স্বাগত জানিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল তফশিল ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ সময় দেশের মানুষ তাদের ভোট দিতে পারেনি। তফশিল ঘোষণার পর দেশের সকল শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, এবার অবশ্যই ভোট হবে। এতদিন সাধারণ মানুষ উৎকণ্ঠার মধ্যে ছিল, ভোট হবে কি না? ভোটের নির্ধারিত তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণ ভোটের উৎসবের অপেক্ষায় রয়েছে। দেশের জনগন আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের মার্কায় নিজেদের ভোট দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
দিনাজপুর সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহ-সভাপতি হাবিবুল ইসলাম বলেন, নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারেরা ভোট দিতে পারবেন, এ বিষয়টি নির্বাচন কমিশনার এবং সরকার নিশ্চয়তা দিতে পারলেই উৎসব-মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে কোনো বাধা থাকবে না।
জেলা জামায়াতে আমির অধ্যক্ষ আনিসুর রহমান তফশিল ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাই। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেশের সকল শ্রেণীর পেশার মানুষ নির্বাচনের অপেক্ষায়। জামায়াত ইসলাম বর্তমান সরকারের কার্যক্রমকে গুরুত্ব দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের দিয়েছিল। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণ যোগ্য হবে এটাই আমাদের বিশ্বাস।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, ‘যে কোনো নির্বাচনই জনগণের মতামতের প্রতিফলন। তফশিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হলো। বিষয়টি গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। আমরা চাই নির্বাচন অনুষ্ঠিত হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে এটা আমারা মনে করছি।’
ঘোষিত, তফশিল অনুযায়ী আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।