বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ২১:৫৬

তফসিল ঘোষণায় নরসিংদীজুড়ে উচ্ছ্বাস

নরসিংদী, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নরসিংদীতে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পরপরই জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ ভোটারদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়।

নরসিংদী শহরের ব্রাহ্মন্দী, পশ্চিম ব্রাহ্মন্দী, শাপলা চত্বর ও মেঘনা মোড়ে উৎসুক জনতাকে নির্বাচনী আলোচনায় মেতে থাকতে দেখা গেছে। স্থানীয় চায়ের দোকান, বাজার ও বাসস্ট্যান্ডগুলোতে ভোটাররা আগাম নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করেন।

জেলার পলাশ, মনোহরদী, রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলাগুলোতেও একই চিত্র দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পোস্ট দেন—“ভোট উৎসব শুরু হলো”, “পরিবর্তনের সময়”, “গণতন্ত্রের পথে আরেক ধাপ”—এ ধরনের বার্তায় ভরে গেছে স্থানীয় ফেসবুক গ্রুপগুলো।

নরসিংদী জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস শরীফ আহমেদ বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন আনুষ্ঠানিক রূপ পেল। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। এবার সবার অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে বলে আশা করি। পাশাপাশি আগামী নির্বাচনে তারেক রহমানকেই বেছে নেবেন তরুণ প্রজন্ম।

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মিয়া বলেন, অনেক দিন ধরেই তফসিল ঘোষণার অপেক্ষায় ছিলাম। এবার যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি—এইটাই চাই।

এদিকে রাজনৈতিক দলগুলোও তফসিলকে স্বাগত জানিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানিয়েছেন, তফসিল ঘোষণার ফলে তারা এখন মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবেন। বিভিন্ন এলাকায় পোস্টার, লিফলেট ও জনসংযোগের প্রস্তুতি নিতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইন বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। যোগ্য ও নৈতিকতা সম্পূর্ণ লোকজনকে তরুণ প্রজন্ম গ্রহণ করবে।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তফসিল ঘোষণার পর নির্বাচনী শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।

নরসিংদীর নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে জেলার রাজনৈতিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনই এখন সবার প্রত্যাশা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি বলেন, তফসিল ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে বৈষম্যমুক্ত দেশ গড়বে বিএনপি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো আমরা।