বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪

পিরোজপুরে নির্বাচনী আমেজ শুরু, ভোটারদের অধীর অপেক্ষা

মো. মিজানুর রহমান

পিরোজপুর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় কেটে গেছে নির্বাচন নিয়ে সকল শঙ্কা। পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক দলসহ সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে উৎসবের আমেজ। গত তিনটি সংসদ নির্বাচনে ভোট না দিতে পারায় এবারের ভোট নিয়ে সাধারণ মানুষের ভিতরে উৎসাহ অনেক, বিশেষ করে তরুণ ভোটারদের উৎসাহটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তারা ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের এ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে বিএনপিরসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

তফসিল ঘোষণার পরে পিরোজপুরের রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ ভোটাররা বাসসকে তাদের মতামত জানিয়েছেন।

সকলের বক্তব্যেই একটা জিনিস ফুটে উঠেছে, সেটা হল ফ্যাসিস্ট হাসিনার আমলে গত তিনটি সংসদ নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ। একইসঙ্গে তার আশা প্রকাশ করেন এবারের নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবং তরুণ ভোটার আফরোজা তুলি বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তফসিল ঘোষণা নিয়ে অনেক শঙ্কা ছিল। তবে আজ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণায় সকল শঙ্কা কেটে গেছে। উৎসবের আমেজ তৈরি হয়েছে।

আশা করছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং এর ফলে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পিরোজপুর জেলা শাখার প্রস্তাবিত সদস্য সচিব আল- আমিন হোসেন বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অবশ্যই ইতিবাচক। বর্তমান সরকার আমাদের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন বলে আশা করি।

পিরোজপুর নাগরিক উন্নয়ন কমিটির সদস্য সচিব মাইনুল আহসান মুন্না তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এ বারই প্রথম পোস্টাল ব্যালোটের ব্যবস্থা করায় নির্বাচন কমিশন একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

পিরোজপুর পৌরসভার ৬ বারের নির্বাচিত জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা আব্দুস সালাম বাতেন বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সব দিক থেকে দেশ এগিয়ে যাবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম বলেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন ছিল এক তরফা ও ভোটার বিহীন নির্বাচন। এর ফলে ভোটের প্রতি মানুষের একটি অনীহা তৈরি হয়েছে। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হবে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া।

জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক বলেন, নির্বাচন কমিশনের এ তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আশা করছি বর্তমান কমিশন একটি সুষ্ঠু ও সুন্দর  নির্বাচন জাতিকে উপহার দেবে।

জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমলের গত তিনটি নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এমনকি তাদের দলের সাধারণ নেতাকর্মীরা পর্যন্ত ভোটকেন্দ্রে যেত না। ফ্যাসিস্টদের নির্বাচন মানেই ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, দিনের ভোট রাতে এবং আমি ডামি নির্বাচন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আশা করছি একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।