বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ২১:২৬

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ওপর হামলার মামলায় গ্রেফতার ২

ছবি : বাসস

চট্টগ্রাম, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : চট্টগ্রামে কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। গ্রেফতাররা হলেন- কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ ডিসেম্বর নগরের সিডিএ আবাসিক এলাকায় চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন ভূঁইয়ার গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করা হয়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) তথ্য প্রযুক্তির সহায়তায় বান্দরবান থেকে দুজনকে গ্রেফতার করেছে। তারা হামলার কথা স্বীকার করেছে।

আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার দিন পূর্ব-পরিকল্পনা অনুসারে তিনজন মোটরসাইকেলে এসে কাস্টমস কর্মকর্তার গাড়িটি সামনে থেকে গতিরোধ করে। গ্রেফতার মো. সুজন তার হাতে থাকা চাপাতি দিয়ে গাড়ির সামনের গ্লাসে কোপ মেরে ভেঙে ফেলে। তখন তাদের দলে থাকা অন্য একজন জোরে জোরে বলতে থাকে “গুলি কর, গুলি কর”। কিন্তু স্থানীয় লোকজন জমায়েত হওয়া শুরু করলে তারা পালিয়ে যায়।

আসামিরা আরো জানিয়েছে, তারা এক ব্যক্তির নির্দেশক্রমে কাস্টমস কর্মকর্তার ওপর হামলা করে। হামলার সময় ওই ব্যক্তির মোটরসাইকেলটি ব্যবহার করা হয়। কাস্টমস কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। তবে পরিকল্পনাকারীসহ অপর পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছেন।