শিরোনাম

আককাস সিকদার
ঝালকাঠি, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সন্ধ্যা ৬টায় এ ঘোষণার পরই ঝালকাঠির রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ জনগণ সবার মধ্যে উৎসবমুখর মনোভাব তৈরি হয়েছে।
চায়ের দোকানের আড্ডায় সবাই ব্যস্ত নির্বাচনি তর্কে। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজ সবাই তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভবিষ্যৎ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তফশিল ঘোষণার পরপরই ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। জেলা বিএনপি তফশিলকে স্বাগত জানিয়েছে এবং জেলা জামায়াতে ইসলামী আগামীকাল শুক্রবার শহরে আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন তফশিল ঘোষণার প্রতিক্রিয়ায় বাসসকে বলেন, ‘সব ধোঁয়াশা কেটে গেছে। মানুষ এখন মনে করছে ভোট হবে। এতদিন সাধারণ মানুষ শঙ্কায় ছিল ভোট হবে কি হবে না। ভোটের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণ এখন সবাই ভোটের ট্রেনের যাত্রী। নির্বাচন কমিশন এখন ট্রেনের চালকের আসনে। চালকের দায়িত্ব হবে যাত্রী জনসাধারণকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়া।’
ঝালকাঠির সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর ইসমাইল মুসাফির বলেন, ‘তফশিল ঘোষণায় দেশ নির্বাচনের আনুষ্ঠানিক পথে ফিরেছে। আমরা চাই এ নির্বাচন সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক উৎসবে পরিণত হোক।’
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি সত্যবান সেনগুপ্ত বলেন, ‘ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারে এটাই এখন সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করি, নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখবে।’
ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক কমিটির সদস্য শাহীন আলম তফশিল ঘোষণাকে ইতিবাচক বলে উল্লেখ করে বলেন, ‘ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য চব্বিশের জুলাই আগস্টে দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে। আমরা চাই সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানও এ নির্বাচনের মাধ্যমে আসুক।’
জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক তফশিল ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই তফশিলকে আমরা স্বাগত জানাই। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রামের পর জাতি এখন নির্বাচনের অপেক্ষায়। আমরাই তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে গুরুত্ব দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তাব দিয়েছিলাম। নির্বাচন হবে এটাই আমাদের বিশ্বাস। আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বলেন, ‘যে কোনো নির্বাচনই জনগণের মতামতের প্রতিফলন। তফশিল ঘোষণার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটা গণতন্ত্রের জন্য শুভ। আমরা চাই নির্বাচন হোক অবাধ ও নিরপেক্ষ।’
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তফশিল ঘোষণার মধ্য দিয়ে এখন জেলার রাজনৈতিক মাঠ আরও সরব হবে। সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন তৎপরতা বাড়ানোর প্রস্তুতি, আর ভোটাররাও অপেক্ষায় আছেন একটি শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের।
উল্লেখ্য, তফশিল অনুযায়ী ভোট গ্রহণ হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি ২০২৬ এবং প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি ২০২৬।