বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার ও খেজুর আমদানিতে শুল্ক হ্রাস করল সরকার

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন রমজান উপলক্ষে খেজুরের ওপর আমদানি শুল্ক ও অন্যান্য কর হ্রাস এবং মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহারের ফলে সরকারের আনুমানিক ৪০ কোটি টাকা লোকসান হবে। তবে মেট্রোরেল ঢাকাবাসীর যাতায়াতে যুগান্তকারী ভূমিকা রাখায় ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। 

তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হওয়ায় খেজুরের ওপর প্রযোজ্য ট্যাক্স ইনসিডেন্স ৫২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। এছাড়া খেজুরের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

উল্লেখ্য, বৈঠকে তিনটি নতুন আইন অনুমোদিত হয়েছে। এগুলো হলো- বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫, রেজিস্ট্রেশন এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স ২০২৫ এবং আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

শফিকুল আলম বলেন, বাণিজ্যিক আদালত আইন ব্যবসায়িক বিরোধ দ্রুত সমাধান নিশ্চিত করবে এবং দেশি ও বিদেশি বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি করবে। নতুন আইন অনুযায়ী প্রয়োজন হলে জেলা পর্যায়েও বাণিজ্যিক আদালত গঠন করা সম্ভব হবে।