শিরোনাম

শেরপুর, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রজব আলী উপজেলার বাতকুচি এলাকার জয়নাল আবেদীনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বাতকুচি এলাকার রজব আলীর বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। এসময় ঘরে লুকিয়ে রাখা বস্তা ভর্তি ৭২ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় রজব আলীকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী অব্যাহত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।