বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:০১

চট্টগ্রামে ভোক্তা অভিযানে কুটুমবাড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নার দায়ে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিমের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকিকালে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। 

তিনি জানান, ওয়াসার মোড় এলাকায় অবস্থিত কুটুমবাড়ি রেস্টুরেন্টে আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না এবং প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়। সে কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।