বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮

নওগাঁয় নিহত ও আহত পরিবারের মধ্যে ১ কোটি টাকার চেক বিতরণ

ছবি : বাসস

নওগাঁ, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের অনুকূলে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৬ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ চেক তুলে দেয়া হয়। 

বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মমতাজ সাদ উদ্দিন আহমেদ ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে এসব চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ যুগ্ম সচিব রুবাইয়াৎ-ই-আশিক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে নিহত ১৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে, গুরুতর আহত এক পরিবারকে ৩ লাখ ও আহত ৭ পরিবারকে ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।