বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৯

আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন : মঞ্জু

খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু চর জামে মসজিদ ও হাজী আবু হানিফ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অংশ নেন। ছবি : বাসস

খুলনা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্ন যেন ব্যর্থ না হয় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ। এ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। 

গতকাল বুধবার সকালে বয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বিভাগীয় সদর দপ্তর খুলনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনার অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু দুপুরে গগণ বাবু রোডস্থ সবুরন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. ফাহিমা পারভীনসহ স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ২২ নম্বর ওয়ার্ডে চর জামে মসজিদ ও হাজী আবু হানিফ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, যে স্বপ্ন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তা যেন বৃথা না যায়। আমরা যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। 

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে মাদ্রাসার ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

বাদ আসর ২৫ নম্বর ওয়ার্ডের বায়তুল মেরাজ জামে মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নাজমুস সাউদ। বাদ মাগরিব ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে হাজী মহসীন রোডের রহমানিয়া জামে মসজিদে দেশনেত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করেন মসজিদের ইমাম মাওলানা সাইদুল ইসলাম।

সন্ধ্যা ৭টায় খুলনায় মাগুরা সমিতির আয়োজনে মতবিনিময় সভা সমিতির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এবং জেনারুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু।

এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু প্রমুখ।