বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ২০:৩২

সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

আজ সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়। ছবি : বাসস

সাতক্ষীরা, ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ শিক্ষার মান উন্নয়নে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর। 

সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক গাজী, জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সচিব মো. মিজানুর রহমান। 

এ সময় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মো. শাহজাহান, মমিনুর রহমান মুকুল, এমাজউদ্দীন, হাবিবুর রহমান, আব্দুস সালাম, মোহাম্মদ আব্দুল্লাহ, নাসরিন খান লিপি, আব্দুল জব্বার, মনিরুজ্জামান, আশরাফুর রহমান, এসএম শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, দীনেশ চন্দ্র রায় প্রমুখ।