বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ২০:১১

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার গাবতলীতে দোয়া

ছবি : বাসস

বগুড়া, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় তাঁর নির্বাচনি এলাকা গাবতলীতে দোয়া ও মোনাজাত করা হয়েছে। 

আজ বুধবার বাদ আছর গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু’র আয়োজনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতের আগে বক্তব্য রাখেন সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে।

মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, জেলা বিএনপির নির্বাহী সদস্য সাজাদুজ্জামান সিরাজ জয়, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল বাশার, বিএনপি নেতা আব্দুল মজিদ মন্ডল, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সদস্য মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার ছেলে সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিন, অধ্যাপক নজমুল হক, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য শফিকুল ইসলাম, এমরান হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দারুন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা প্রমুখ।