বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ২০:০১

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

আজ টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া মাহফিল। ছবি : বাসস

টাঙ্গাইল ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুরে বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি’র নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন।