বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবাহী নৌকাসহ আটক ২২

ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টহলকালে ১ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ দু’টি ইঞ্জিনচালিত নৌকা এবং ২২ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। 

এসময় টহলকার্যে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন দ্বীপ থেকে সাড়ে ৩৬ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দু’টি কাঠের নৌকা দেখতে পায়। নৌবাহিনীর জাহাজ কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে। এসময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা নৌকা দু’টিকে আটক করে। 

আটককৃত ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামক নৌকায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ বস্তা বাংলাদেশি সিমেন্ট জব্দ করা হয়। এসময় চোরাকারবারি দলের ২২জন সদস্যকে আটক করা হয়। 

জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।