শিরোনাম

লালমনিরহাট, ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস): লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)।
গতকাল মঙ্গলবার ও আজ এসব অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ফেলে যাওয়া মাদকদ্রব্য ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এলাকায় একটি বিশেষ অভিযানে বাইসাইকেলযোগে আসা এক চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪০৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
এর আগে গতকাল দিবাগত বুধবার রাত ১২টা ৩০ মিনিটে ঝাউরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২০ বোতল ইস্কাফ সিরাপ ও ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ছাড়া ৯ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে অনন্তপুর বিওপির পশ্চিম রামখানা এলাকায় টহল দল তল্লাশি করে ভারতীয় মদ ৩ বোতল জব্দ করে।
বিজিবি আরো জানায়, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ, মদ এবং বাইসাইকেলসহ মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬৫ হাজার ৩০০ টাকা। ঘটনার সঙ্গে জড়িত একজন আসামিকে আটক করে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য চোরাকারবারীদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’ তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার অনুরোধ জানান এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।