বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৩

বান্দরবানের সাংবাদিকদের সাথে পিআইডি’র মতবিনিময় সভা

বান্দরবানের আজ সাংবাদিকদের সাথে পিআইডি’র মতবিনিময় সভা। ছবি : বাসস

বান্দরবান, ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস): বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠা এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আঞ্চলিক তথ্য অফিস পিআইডি চট্টগ্রামের আয়োজনে আজ দুপুরে বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পিআইডি চট্টগ্রামের উপ প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বান্দরবান জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, সুশাসন নিশ্চিত ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই করে তথ্য প্রচারের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও আস্থা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান ডিজিটাল যুগে গুজব দ্রুত ছড়ায়, তাই সাংবাদিকদের আরও তথ্যনির্ভরভাবে সংবাদ পরিবেশন করতে হবে।

এ সভায় গুজব শনাক্তকরণ, আধুনিক তথ্য যাচাই কৌশল এবং প্রশাসনের সহায়তা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।