বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩

ভোলায় কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক কর্মশালা 

ভোলা, ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

এ কর্মশালায় দুর্যোগ মোকাবেলা, মৎস্য সম্পদ রক্ষা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়। কর্মশালায় মৎস্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করেন।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড- এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে।পাশাপাশি কোস্ট গার্ড বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার বেলা ১১টায় কোস্ট গার্ড বেইস কর্মশালার আয়োজন করেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।