বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৫

নরসিংদীতে ৩ নারী পেলেন জয়িতা প্রদক

নরসিংদীতে আজ ৩ নারী পেলেন জয়িতা প্রদক। ছবি : বাসস

নরসিংদী, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অদম্য নারী সম্মাননা ও জয়িতা পদক প্রদান করা হয়।  

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আজ বুধবার উপজেলা সম্মেলন কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এ আয়োজন করে।

অনুষ্ঠানে তিন নারীকে ‘জয়িতা’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রাশিদা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জাহানারা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ছাবিকুন্নাহার। অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেগম রোকেয়ার আদর্শ তুলে ধরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. রাওশান গুল ফিরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুর রহিম, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জান্নাত তোরণ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম আহমদসহ অন্যান্যরা।