শিরোনাম

টাঙ্গাইল, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হয়। এটির উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালিতে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন, অধ্যাপক ড. বশীর উদ্দীন খান, অধ্যাপক ড. রুখসানা সিদ্দীকাসহ সকল সহযোগী অধ্যাপক এবং বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।