বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ২১:০০

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ছবি: বাসস

রাজশাহী, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সমাজের সর্বত্র বৈষম্যহীন পরিবেশ গড়তে আজ রাজশাহীতে অনুষ্ঠিত এক সভায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মের সম্পৃক্ততা অপরিহার্য হয়ে উঠেছে।

জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনায় সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ মত প্রকাশ করেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জেলা ও বিভাগীয় প্রশাসন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

এ বছরের প্রতিপাদ্য ছিল-‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’-যা তরুণদের ন্যায্য ও স্বচ্ছ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।

দুদক পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি ড. মুহাম্মদ শাহজাহান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার খোরশেদ আলম, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং পুলিশ সুপার নাঈমুল হাসান। 

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সমাজকে ক্ষমতায়িত করতে হবে-প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে। প্রথমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ করতে হবে, তারপর দুর্নীতিতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

কমিশনার ড. বজলুর রশিদ বলেন, সমাজের মানুষকে সক্ষম করে তুলতে হবে যাতে তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারে। তিনি বলেন, এখনই সময় দুর্নীতি প্রতিরোধ করার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা দুর্নীতির অসম পথ রেখে যেতে পারি না। আমরা এমন একটি দেশ চাই যা দুর্নীতিমুক্ত হবে।

সরকারি ও বেসরকারি উভয় সেবামূলক কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।