বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ছবি : বাসস

নোয়াখালী, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে’র চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী।

এ সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন, রেলওয়ের চট্রগ্রাম বিভাগীয় সহকারি ভূসম্পত্তি কর্মকর্তা আকবর হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী জানান, চৌমুহনী রেলওয়ে স্টেশনের পশ্চিমে ও ইসলাম মার্কেটের সামনের রাস্তায় পাশে রেলওয়ের জায়াগায় অবৈধভাবে গড়ে উঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ স্থায়ী ও অস্থায়ী মোট ১০৭টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে অভিযানে রেলওয়ের ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। 

অভিযানকালে স্টেশন মাষ্টার, রেলওয়ের কানুনগো সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।