শিরোনাম

পিরোজপুর, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
আজ দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব ছড়ানো বা সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সবার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা প্রয়োজন।
সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রভিত্তিক পরিস্থিতি, কিশোর অপরাধ দমন এবং অপ সাংবাদিকতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পুলিশ সুপার এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
সভায় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুক্কুর, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, সময় টিভির প্রতিনিধি মো. জিয়াউল হক, যায়যায় দিন-এর স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি হাসান মামুন এবং পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার।