শিরোনাম

ঠাকুরগাঁও,৯ ডিসেম্বর , ২০২৫ (বাসস): ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’— প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলন করা হয়।
পরে জেলা প্রশাসন ও দুদকের যৌথ উদ্যোগে মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক । সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন।
স্বাগত বক্তব্য দেন দুদকের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সততার মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। তাদের সক্রিয় অংশগ্রহণই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসিত দেশ নিশ্চিত করতে।দুর্নীতি কেবল শাস্তি দিয়ে শেষ করা যায় না, এ জন্য দরকার সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও ধারাবাহিক চেতনা।