শিরোনাম

শেরপুর, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজম রেজাউল করিম জুয়েল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শেরপুরের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তারাসহ জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।