বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫০

চাঁদপুর মুক্ত দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি : বাসস

চাঁদপুর, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ চাঁদপুর মুক্ত দিবসে বাংলাদেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 
চাঁদপুর মুক্ত দিবসে (৮ ডিসেম্বর) আজ সোমবার সকাল ১০টায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’ -এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। 

পরে, পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, চাঁদপুর প্রেসক্লাব, সরকারি অন্যান্য দপ্তর এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর একই স্থানে সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর পাকিস্তানী হানাদার বাহিনীর দখলমুক্ত হয়েছিল। ওইদিন সদর মডেল থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আউয়াল কিরণ চাঁদপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।