শিরোনাম

ঝিনাইদহ, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। এসময় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের নওদাপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ, মধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন আক্তার লাল, সাধারণ সম্পাদক তৈয়ব আলী লস্কর প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, সারাদেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। নতুন বাংলাদেশ গড়ে তুলতে তাঁর নেতৃত্বের কোনো বিকল্প নেই।
পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত অসহায় ও মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।