বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:২৮

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ করায় জরিমানা

ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার বিকালে চুয়াডাঙ্গা শহরের সাতভাই পুকুর পাড় এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, আজ সোমবার বিকালে চুয়াডাঙ্গা শহরের সাতভাই পুকুর পাড় এলাকায় অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় মো. শফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স আল মদীনা ট্রেডার্স-কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুদাম থেকে পাঁচশ’ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল জব্দ করা হয়। পরে সেগুলো সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. মন্জুরুল আলম মালিক ও সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।