বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি : মঞ্জু

গতকাল রোববার ২৭ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভাদোয়া করছেন। ছবি : বাসস

খুলনা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কখনোই কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা দেশের নেতা। 

মঞ্জু বলেন, দেশে চলমান সব ষড়যন্ত্র থেকে উত্তরণে খালেদা জিয়ার মতো শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য। এই ক্রান্তিকালে তার সুস্থ থাকা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

গতকাল রোববার দুপুরের পর ২৭ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পূর্ব বানিয়াখামার বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও ইয়াতিম খানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মহসীন। দোয়া শেষে ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে বড় বাজার হেলাতলা মসজিদে খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতি ও বড় বাজার গমজাত ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মাওলানা হুসাইন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা পান্না মোল্লা, আব্দুল মান্নান, সোহাগ দেওয়ান, কবির হোসেন, নূরে আলম, আব্দুল ওদুদ, আলহাজ্ব সিরাজুল ইসলাম, সৈয়দ বোরহান, লোকমান হোসেন, হাবিবুর রহমান রতন, মোল্লা ফিরোজ আহমেদ, লাভলু খান ও রুবেল প্রমুখ।

বাদ মাগরিব ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে শেখপাড়া আস্তানা দারুল কুরআন হাফিজিয়িা মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছাত্রদের খাবার বিতরণকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশের সব মানুষে দল-মত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তার অভিভাবকত্বে গণতন্ত্র রক্ষা করতে পারি। 

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, এড. গোলাম মওলা, শের আলম সান্টু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, শেখ জামিরুল ইসলাম জামিল, মাহবুবউল্লাহ শামীম, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মেশকাত আলী, আব্দুল জব্বার, মোস্তফা কামাল, আলমগীর হোসেন আলম, শামীম খান, জাকারিয়া লিটন, কামাল উদ্দিন, মোহাম্মাদ আলী, হাসানুল কবির শাহিন, মাজেদা খাতুন, নাহিদ মোড়ল, আলমগীর ব্যাপারী, গোলাম নবী ডালু প্রমুখ।