বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৮

আগামী সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য: যশোরের এসপি 

ছবি: বাসস

যশোর, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আগামী সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য। আর সেই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ পুলিশের সব অফিসার ও ফোর্স। যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম এসব কথা বলেছেন।

রোববার যশোরের বিভিন্ন পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

সেসময় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, সতর্কতা, তৎপরতা ও পেশাদারিত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন পুলিশ সুপার। 

পাশাপাশি মুলতবি মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং জননিরাপত্তা সংক্রান্ত কাজ আরও জোরদারের নির্দেশ দেন।

এসপি রফিকুল আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ফোর্সদের ব্যারাক, অফিসকক্ষ ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন। দায়িত্ব পালনকালে সততা, আন্তরিকতা ও পেশাদার আচরণ বজায় রাখতে পরামর্শ দেন পুলিশ সুপার।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব ।