বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:১৬

ঝিনাইদহে ধানের শিষে ভোট চেয়ে বিএনপির গণসংযোগ

ছবি : বাসস

ঝিনাইদহ, ৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): ধানের শিষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের মনোনয়ন প্রত্যাশা করে এ গণসংযোগ করে দলটির নেতাকর্মীরা।

আজ সন্ধ্যায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ধানের শিষ প্রতীকে ভোট ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন নেতাকর্মীরা।

এসময় ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন। 

গণসংযোগ শেষে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ঝিনাইদহ-২ আসনের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শিষকে বিজয়ী করবে। ঝিনাইদহের গণমানুষ ধানের শিষের দলীয় প্রার্থী চায়। আমরা ধানের শিষের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি।