শিরোনাম

রংপুর, ৭ ডিসেম্বর, ২৫ (বাসস): রংপুরকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে কাজ করছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। রসিকের মাসিক সমন্বয় সভায় আজ একথা জানানো হয়।
আজ সকালে রসিক মিলনায়তনে সিটি করপোরেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক মোহা. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নগর সেবা, চলমান উন্নয়ন প্রকল্প, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসক মোহা. আশরাফুল ইসলাম বলেন, নগরবাসীর সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রংপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করছে। তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রংপুরকে একটি উন্নত ও দৃষ্টিনন্দন নগরীতে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ বিভাগের চলমান কাজ, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। সভায় নগরীর জলাবদ্ধতা নিরসন, সড়ক মেরামত, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যমান অবকাঠামোর উন্নয়নসহ নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের প্রধান, কাউন্সিলর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।