শিরোনাম

শেরপুর, ৩০ নভেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. খলিলুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান ও সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে মিল মালিক, কৃষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার নকলা উপজেলায় এ বছর ১১৯ মেট্রিক টন ধান এবং ২০৮ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক কৃষক ৩৪ টাকা কেজি ধরে ৩ মেট্রিক টন ধান গুদামে বিক্রি করতে পারবেন। এছাড়া চুক্তিবদ্ধ ১০টি রাইস মিলের মালিকরা ৫০ টাকা কেজি দরে চাল সরবরাহ করবেন।