শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এদিকে, মালাক্কা প্রণালীতে অবস্থানরত নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় “শৈ-ইয়ার’ এ পরিণত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘনীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে।