বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ২২:০০

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে : শারমীন মুরশিদ

মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : বাসস

রংপুর, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষ করেছে। তারা সময়মতো নির্বাচন আয়োজন করতে সক্ষম। তবে শুধু ইসি নয়-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলগুলোকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সরকারের তুলনায় নির্বাচন কমিশনকেই এ সময় বেশি প্রস্তুত থাকতে হবে।’

নারী ও শিশু নির্যাতনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পাড়া-মহল্লায় নারী ও শিশু নির্যাতন দমনে সরকার কাজ করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘যেভাবে মুক্তিযোদ্ধারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন-ঠিক সেভাবেই প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে, যেন কোথাও নারী-শিশু নির্যাতন, বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয়।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী সেবা ও ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সেবার মান বাড়াতে হাসপাতালটিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে আরও উন্নয়ন কার্যক্রম চালানো হবে।

পরিদর্শনকালে রংপুরের জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।