বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ২০:৩৪

বাগেরহাটে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক 

ছবি : বাসস।

বাগেরহাট, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মপরিকল্পনা উপস্থাপনের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার খানপুরে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

গাজী অহিদুজ্জামান -এর সভাপতিত্বে এ উঠান বৈঠকে সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপন, তারিকুল ইসলাম মিঠু, মল্লিক মোবাশ্বের রুবেল, জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের সক্রিয় ভূমিকা, সাংগঠনিক পুনর্গঠন এবং ৩১ দফা বাস্তবায়নে দলীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

বৈঠকে খানপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।