শিরোনাম

যশোর, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সরকারি বিএডিসির সার মজুদ থাকা সত্ত্বেও কৃষকদের কাছে যথাযথভাবে বিক্রি না করা, বিক্রির তথ্য রেজিস্ট্রারে না রাখা ও অবৈধভাবে ভারতীয় বীজ সংরক্ষণ করার দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজার এলাকায় এ অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ‘সুজলা বীজ ভান্ডার’- এর মালিক রবিন কুমার রায় বিএডিসির অনুমোদিত সার ডিলার। তার প্রতিষ্ঠানে পর্যাপ্ত টিএসপি সার মজুদ থাকা সত্ত্বেও কৃষকদের কাছে যথাযথভাবে বিক্রি করেননি। এছাড়া সার বিক্রির মিথ্যা তথ্য রেজিস্ট্রারে লিপিবদ্ধ এবং ভারতীয় ‘রড মিনিকেট’ নামসহ বিভিন্ন ব্রান্ডের বীজ অবৈধভাবে গোডাউনে মজুদ রাখেন। এসব অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, একই বাজারের ‘সুফলা বীজ ভাণ্ডার’-এর স্বত্বাধিকারী স্বপন কুমার দেবনাথ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বীজ অবৈধভাবে প্যাকেটজাত করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেন। তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সদর উপজেলার কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।