বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ২০:১৩

দিনাজপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি : বাসস।

দিনাজপুর, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে দিনাজপুরে ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে এসব কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর প্রস্তুতি সভা করেছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খানের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরের কর্মকর্তা মো. মাহমুদ রেজা, ডে-কেয়ার সেন্টারের কর্মকর্তা রেজভিন শারমিনাজ, ব্রাকের এরিয়া ম্যানেজার সামিরা খাতুন, দীপ্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার হান্না রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের প্রতিনিধি শিশির রোজারিও, ডেমোক্রেসি ওয়াচ এর প্রতিনিধি সানজিদা আক্তার প্রমুখ।

মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা কার্যালয়ের নিবন্ধিত সকল স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বলে জানান উপ-পরিচালক মোর্শেদ আলী খান।

তিনি বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন নারী সংগঠনের উঠান বৈঠক, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে গণপরিবহন এবং দৃশ্যমান স্থানে স্টিকার বিতারণ, লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণা, রচনা প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন, জনসচেতনতামূলক তথ্য সম্প্রচার করা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।