শিরোনাম

কুমিল্লা, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে নগরীর কান্দিরপাড়ে বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া একটি বিশাল মিছিল সালাউদ্দিন মোড় হয়ে পূবালী চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিলেন।
মিছিল শুরুর আগে উপস্থিত নেতৃবৃন্দ হাতে হাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
লিফলেটে বিএনপি ঘোষিত রাষ্ট্র পরিচালনার নতুন নীতিমালা, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, নাগরিক স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা, এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়। বিশেষ করে কুমিল্লাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তরিত করার লক্ষ্য সামনে রেখে হাজী ইয়াছিনের ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলো নিয়ে নেতাকর্মীরা প্রবল উৎসাহ প্রকাশ করেন।
পরে, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম-এর সভাপতিত্বে এ সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, মহানগর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক আসিফ মাহমুদ জহির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর ও সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সায়েম মজুমদার, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া জুলেয়ল প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল ও সমাবেশে কুমিল্লা-৬ আসনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।