বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৩৮

টাঙ্গাইলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

বিএনপির বর্ধিত সভা । ছবি : বাসস

টাঙ্গাইল, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাগরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।

বর্ধিত সভায় রবিউল আওয়াল লাভলুকে কিভাবে বিপুল ভোটে বিজয়ী করা যায় এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করা যায় এসব বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মেদ আলী রানার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

সভায় নাগরপুর উপজেলায় বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।