বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

রাঙ্গামাটির সীমান্তবর্তী গ্রামে বিজিবির চিকিৎসা ক্যাম্প

বিজিবির চিকিৎসা ক্যাম্প। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী থেগামুখ গ্রামে অসহায়দের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ছোট হরিণা জোন এ চিকিৎসা সেবার আয়োজন করে।

সীমান্তবর্তী থেগামুখে পাহাড়ি-বাঙালির মধ্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, ছোটহরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছোট হরিনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় থেগামুখ গ্রামের প্রায় দুইশো দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।