শিরোনাম

মাগুরা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ মাগুরা আব্দুল গণি একাডেমির চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিনকোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এ ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
আজ শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মাগুরা আব্দুল গণি একাডেমির প্রধান শিক্ষক মো. জহির হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকত প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিদ্যালয়ে নতুন এ একাডেমিক ভবন নির্মাণের ফলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং আরও অধিক সংখ্যক শিক্ষার্থী পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।