বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ১৭:২২

শেরপুরে হাজংদের ‘নয়া খাওয়া’ উৎসব উদযাপন

হাজংদের ‘নয়া খাওয়া’ উৎসব। ছবি : বাসস

শেরপুর, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরে হাজং জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় নবান্ন উৎসব ‘নয়া খাওয়া’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামের হাজং পল্লীর নিরঞ্জন হাজং-এর বাড়ির আঙিনায় এই উৎসবটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সভাপতি সুকুমার হাজং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাজং সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চন্দ্র সরকার, ধান গবেষক সেন্টু হাজং, কবি জ্যোতি পোদ্দার।

এসময় আরও বক্তব্য দেন, জনউদ্যোগ এর আহবায়ক মো. আবুল কালাম আজাদ, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, প্রাণ-প্রকৃতি ও পাখী বিশেষজ্ঞ শহীদুজ্জামান শহীদ, হাজং নেত্রী কল্পনা হাজং, এপেক্সিয়ান মমিনুল ইসলাম, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, মিঠুন কোচ, সোলায়মান আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, অন্যান নৃ-গোষ্ঠীর মতো হাজং জনগোষ্ঠীর নিজস্ব ভাষা এবং সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। নানা কারণে এখন আর আগের মতো নিজস্ব সংস্কৃতির উৎসবের আয়োজন নেই। পুরোনো ঐহিত্য ফিরিয়ে আনতে বিচ্ছিন্নভাবে কিছু কিছু কাজ হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এই ‘নয়া খাওয়া’ নবান্ন উৎসবের আয়োজন। এর মধ্য দিয়ে হারিয়ে যাওয়া সংস্কৃতি আবার জাগ্রত হবে।
বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজং শিল্পীরা নৃত্য-গীত পরিবেশন করেন।