শিরোনাম

নাটোর, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাগাতিপাড়ায় জনসাধারণের ধান সংগ্রহ করে দেওয়ার উৎসবে অংশগ্রহণ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
আজ শনিবার উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ফাগুয়াড়দিয়াড় সদর এবং স্বরুপপুর এলাকায় আবাদী জমি থেকে বিনামূল্যে ধান কাটা ও মাড়াই কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ আয়োজন করেন।
এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতীকে ভোট চাই। এই প্রতীক জয়যুক্ত হলে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মোতালেব হোসেন পান্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।
বাগাতিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন জানান, ফাগুয়াড়দিয়ার এবং স্বরুপপুর এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট মোকাবেলায় ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে ১৫ বিঘা জমির ধান বিনামূল্যে কেটে মাড়াই করে দেওয়া হচ্ছে।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পরে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের মধ্যপাড়া, পশ্চিমপাড়া, নওপাড়া, কামারপাড়া, শান্তিরমোড়, সাইলকোনা, মাধববাড়িয়াসহ ১৫টি স্থানে পথসভায় যোগদান দেন ও জনসংযোগ করেন।