শিরোনাম

নওগাঁ, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মহাদেবপুর উপজেলায় আজ এমপিও ভুক্ত ও নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহাদেবপুর উপজেলা এমপিও ভুক্ত ও নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীবৃন্দ আয়োজিত এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপি’র সভাপতি এবং বিএনপির মনোনীত নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আলীদেওনা রাইপুর নেছারিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন, বদলগাছী উপজেলা বিএনপি সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় দেড়হাজার শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।