শিরোনাম

বাগেরহাট, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাট সাহিত্য পরিষদের উদ্যোগে লেখক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ এলিস রচিত নিবন্ধ সংকলন ‘কলমে কলামে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
আজ শনিবার সকাল ১১টায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আসাদুজ্জামান (জামান আসাদ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মীর মোহাম্মদ মুজিবর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাহিত্য শুধু সৌন্দর্যের চর্চা নয়; এটি সমাজ, রাষ্ট্র ও ইতিহাসের দর্পণ। নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে এমন গ্রন্থ প্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন লেখকের কলম সমাজকে আলোকিত করতে পারে—‘কলমে কলামে’ তারই একটি উজ্জ্বল উদাহরণ।
তিনি লেখকের দীর্ঘদিনের সাহিত্যচর্চা ও সমাজ সচেতন লেখনীর প্রশংসা করেন এবং সাহিত্য অঙ্গনে আরও গবেষণাধর্মী লেখার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত সহ-সভাপতি প্রফেসর মোস্তাহিদুল আলম রবি ও সাবেক বন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান। তারা সাহিত্য পরিষদের এ আয়োজনকে বাগেরহাটে সাহিত্যচর্চা সম্প্রসারণের সৃজনশীল উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন গীতিকার ও কবি ওমর আলী। প্রকাশিত বইয়ের নিবন্ধ থেকে পাঠ করেন বাচিক শিল্পী ও ভূমি কর্মকর্তা কবি জাকির হোসেন। স্বরচিত কবিতা পাঠ করেন সাবেক পরিসংখ্যান কর্মকর্তা কবি আলহাজ্ব মোহাম্মদ বরকত আলী।
বাগেরহাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক এম. আলমগীর হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।