শিরোনাম

রাজশাহী, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর বাঘায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার আসামি স্বামী সুরুজকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
তিনি উপজেলার চক নারায়নপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে। শুক্রবার রাত সোয়া ১২ টার দিকে তাকে ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১২ (লালডেগ) এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১০ বছর আগে গৃহবধূ অনন্যা খাতুন মুন্নির (২৫) সঙ্গে আসামি সুরুজের বিয়ে হয়। তাদের ঘরে ২টি সন্তান রয়েছে। শশুর-শাশুড়ি মুন্নিকে প্রায় গালিগালাজ করতো। বাবা-মায়ের প্ররোচনায় আসামি সুরুজ মুন্নির কাছ থেকে হঠাৎ আড়াই লাখ টাকা যৌতুক দাবি করে।
ভিকটিমের পরিবার মেয়ের সুখের কথা বিবেচনা করে ২০১৮ সালের মে মাসে ১ লাখ টাকা যৌতুক দেয়। এরপর সুরুজ আরও দেড় লাখ টাকা দাবি করে। ভিকটিম টাকা দিতে অস্বীকার করলে আসামি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।
গত ১ নভেম্বর ভোর ৪টার দিকে আসামি ভিকটিমকে বাড়ির উঠানে নিয়ে ডিজেল ঢেলে গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ভিকটিম এর ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভিটটিমের মৃত্যু হয়।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাঘা থানায় সুরুজ ও তার বাবা-মাকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর ও র্যাব-৪, সিপিসি-১, মিরপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১ নম্বর আসামি সুরুজকে গ্রেপ্তার করে। আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।