শিরোনাম

কুড়িগ্রাম, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সোনাহাট দাদামোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট বাজারে টাকা কালেকশন করতে যাওয়ার পথে শাহিনের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেলাল হোসেনের তিন চাকার ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহিন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্য নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, এ ঘটনায় নিহতের ভাই থানায় এজাহার দায়ের করেছেন। দুর্ঘটনায় জড়িত তিন চাকার গাড়িটি থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।