বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ১০:২৯

সিলেটে দুদকের গণশুনানি কাল

সিলেট, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে আগামীকাল (রোববার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯১তম গণশুনানি হবে।

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে; জনসচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহিতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় এই গণশুনানির আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। 

একই সঙ্গে সেবাবঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বাড়ানোর মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল লক্ষ্য।

গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে।

শুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সিলেট জেলার সকল নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।