শিরোনাম

বান্দরবান, ২১ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ থানচি উপজেলায় বিএনপি’র উদ্যোগে পথসভা ও গণসংযোগ কর্মসূচী পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে থানচি উপজেলার বিভিন্ন এলাকায় এসব গণসংযোগ ও পথসভায় অংশ নেন জাতীয় সংসদের ৩০০ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।
এ সময় ‘ম্রো মাতৃভাষা’য় অনূদিত বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ লিফলেট ভোটারদের হাতে তুলে দেন সাচিং প্রু জেরী।
এদিন সকালে থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো সভাপপতিত্বে উপজেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও দলীয় প্রার্থী সাচিং প্রু জেরী।
এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম, থানচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংশৈ ম্রাই, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন ।
এসময় সাচিং প্রু জেরী এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।