শিরোনাম

বাগেরহাট, ২১ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা একব্যক্তি (৬০) নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা সদরে খানজাহান আলী মাজার সংলগ্ন সোজা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে দূরপাল্লার ঢাকাগামী ‘ইমা পরিবহন’-এর একটি বাস রাস্তার ওপর শুয়ে থাকা অজ্ঞাতনামা একব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সঠিকভাবে হাঁটতে পারতেন না, মাটিতে ঘষতে ঘষতে চলাফেরা করতেন এবং পলিথিন মুড়িয়ে সড়কের পাশে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।